রাজ্য

তৃণমূলে সদ্য আগন্তুকদের প্রার্থী তালিকায় ঠাঁইয়ের সম্ভবনা, ক্ষোভে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

-নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- তিন মাস আগে বিজেপি থেকে আসা লোকদের তৃণমূল প্রার্থী করার সন্দেহে মঙ্গলবার সকালে ভাটপাড়ায় বিক্ষোভ প্রদর্শন করলো শাসকদলের নিচুতলার কর্মীরা। এদিন সকালে ভাটপাড়ার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দলীয় কার্যালয়ের সামনে নিউ কর্ড রোডে দাঁড়িয়ে দীর্ঘক্ষন তারা বিক্ষোভ দেখায়। অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডে নাকি সদ্য তৃণমূলে আগন্তুককে প্রার্থী করা হচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি, ২০২১ সালের ২ মে-র পর যারা দলে এসেছেন। তাদের জায়গা ও সম্মান দেওয়া হবে। কিন্তু প্রার্থী করা যাবে না। তাদের আরও দাবি, পুরাতন অনেক ভালো কর্মী আছেন।

তাদের সুযোগ দেওয়া হোক। তবে উচ্চ নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই বিক্ষোভ বলে দাবি বিক্ষোভকারীদের। এই বিষয়ে ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মনোজ গুহ বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন শীর্ষ নেতৃত্ব। এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে। সেই ভিত্তিতেই প্রার্থী করা হবে। তবে কিছু জুনিয়র আবেগের বশে হয়তো এসব করছেন। এটা করা উচিত নয়। ওরা নিজেদের বক্তব্য দলের উচ্চ নেতৃত্বকে জানাতে পারতো।

Back to top button