রাজ্য

বিয়ার প্রেমীদের জন্য সুখবর, রাজ্যে কমে গেলো বিয়ারের দাম

সুখবর! বিয়াপ্রেমীদের জন্য। রাজ্যে আগামী সপ্তাহ থেকে কমতে চলেছে বিয়ারের দাম।উৎসবের মরসুমে বিয়ার-সহ অন্যান্য অ্যালকোহলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। আর মনের করা হচ্ছে এর ফলে লাভ করতে পারবেন ব্যবসায়ীরা।

পশ্চিমবঙ্গ রাজ্য কভারেজ কর্পোরেশন একটি বিজ্ঞাপ্তি জারি করে জানিয়েছে, লাইট বিয়ারের ক্ষেত্রে দাম কমবে ২৫%-৪০%। কড়া বিয়ারের ক্ষেত্রে এর দাম কমবে ১৫%-২০%। এই নতুন দাম কার্যকরী হলে দেশের অন্যান্য বহু রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক সস্তায় বিয়ার পাওয়া যাবে।

প্রসঙ্গত, লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল মদের দোকানগুলি। ফলে বিপুল ক্ষতির মুখ দেখতে হয়েছিল ব্যবসায়ীদের। উৎসবের মরসুমে এই ব্যবসাকে চাঙ্গা করতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। আর রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি বার ও রেস্তোরাঁ মালিকেরা। বার ও রেস্তোরাঁ মালিকদের মতে, উৎসবের মরশুমে বিয়ারের দাম কমলে বিয়ারের প্রতি ক্রেতারা আকৃষ্ট হবে এবং বিক্রি বাড়বে।

Back to top button