সিপিআই এম এল এর বেহালা জোনাল কমিটির সফল সম্মেলন

নিজস্ব প্রতিনিধি কলকাতা।
আজ স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ কমরেড চন্দ্রশেখর আজাদের শহীদ দিবসে
• ফ্যাসিবাদী বিজেপিকে রুখে দেওয়া,
• স্বৈরাচারী তৃণমূলের দুর্নীতি, দলবাজি ও পুলিশতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে CPIML লিবারেশন বেহালা লোকাল কমিটির ২৩ তম সম্মেলন সফল হলো, কমরেড মিহির রায়চৌধুরী সভাগৃহ- কমরেড চন্দ্রশেখর আজাদ মঞ্চ~রবীন্দ্রনগর- ত্রিশক্তি ভবনে। রবীন্দ্রনগর মোড়ে অবস্থিত নকশালবাড়ি আন্দোলনের পুরোধা কমরেড চারু মজুমদার, কমরেড সরোজ দত্তের মূর্তিতে ও কমরেড দুলাল পালের শহীদ বেদিতে মাল্যদান-শহীদ স্মরণ করে সম্মেলন শুরু হয়। সম্মেলনের খসড়া প্রস্তাবনা পাঠ করেন লোকাল সম্পাদক কমরেড সৈকত ভট্ট্যাচার্য। প্রায় 20 জন কমরেড প্রস্তাবনা উপর তাদের বক্তব্য রাখেন। ছাত্র-যুব কমরেডদের প্রস্তাবনার উপর বক্তব্য রাখার প্রাণবন্ত অংশগ্রহণ সম্মেলনকে উদ্দীপ্ত করে। প্রস্তাবনা র উপর বক্তব্যের শেষে জবাবি ভাষণ দেন সম্পাদক।সম্মেলনে পেশ করা
প্রস্তাবনা গৃহীত হওয়ার পর 13 জনের নতুন কমিটির প্রস্তাব দেওয়া হয়। সর্বসম্মতি ক্রমে পুনরায় সম্পাদক নির্বাচিত হন কমরেড সৈকত ভট্টাচার্য। সম্মেলনে ছাত্র-যুব কমরেডদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো উল্লেখ্যযোগ্য। সম্মেলনে CPIML কলকাতা জেলা কমিটি তরফ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্যা কমরেড চন্দ্রাস্মিতা চৌধুরী। সম্মেলন থেকে বেহালা অঞ্চল জুড়ে পার্টি সংগঠনকে আরও মজবুত করার শপথ নেওয়া হয়।