রাজ্য

CORONA: কাল থেকে সব কিছু বাতিল,বড়ো ঘোষণা নবান্নের

দাপিয়ে বেড়েই চলেছে করোনার গ্রাফ কোনো রকম নাম নিচ্ছে না থামার। তাই পরিস্তিতি আর কোনো রকম দেরি না করেই বড়োসর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো নবান্ন। এই দিন নবান্নের প্রেস কনফারেন্স করে জানানো হয় যে, করোনা ভাইরাসের এই খারাপ পরিস্তিতিতে নিসিদ্ধ করে দেওয়া হলো ব্রিটেন থেকে কলকাতায় আসা সমস্ত বিমানের। তবে এই নিয়ম কার্যকর হবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয় অন্য দেশ থেকে যেসকল যাত্রীরা এখানে আসবেন সেই সব যাত্রীদের ক্ষেত্রে ১০ শতাংশ আরটিপিসিএর এবং আরএটি টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এইসব ছাড়াও নবান্ন আরও জানিয়েছে সমগ্র রাজ্য জুড়ে সোমবার থেকে জারি করা হবে নাইট কার্ফু। এক্ষেত্রে রাট ১০ থেকে সকাল ৫টা পর্যন্ত চলতে পারবে না কোনও গাড়ি। শুধু তাই নয় নিসিদ্ধ করা হয়েছে সব ধরণের সভাও। খোলা থাকবে না কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দরকারি কাজের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে সেই কাজগুলো করা যাবে।

Back to top button