CORONA: কেমন আছে আজকের বাংলা, জেনেনিন সর্বশেষ পৰিস্থিতি (০৫-০৩-২০২২)
বর্তমান সময়ে দেশের করোনা সংক্রমণের গ্রাফ দিন দিন কমেই চলেছে। সাস্থ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দিন দিন করোনা মুক্তি ঘটেই চলেছে। তবে বর্তমান সময়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুন। তবে আজ শনিবার করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৬ হাজারেরও নিচে। পাশাপাশি মৃত্যু সংখ্যা বা মৃত্যুর হার নিয়ে উদ্বেগ কমছে না কিছুতেই। রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের চারগুণ সংক্রমণ কেরল রাজ্যে।
স্বাস্থ দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে ভারতে দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ শনিবার ছ’হাজারের নীচে নেমে গিয়েছে। পাশাপাশি গত দিনের তুলনায় আজ করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা ৫০০-এর কম। তবে রিপোর্ট অনুযায়ী এদিন মৃতের সংখ্যা আবার বেড়ে ৩০০ ছুঁই ছুইঁ। তবে সক্রিয়ের সংখ্যা কমে ৬৩ হাজারে নেমে গিয়েছে। পাশাপাশি দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে শনিবারও।
রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একটা সময় ছিল যখন প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৬ হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৫৯২১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৯,৫৭,৪৭৭ জন।