রাজ্য

‘কয়লাকাণ্ডে’ ইডিকে ভর্ৎসনা হাই কোর্টের, জেনেনিন বিস্তারিত

আজ, মঙ্গলবার কয়লাকাণ্ডের শুনানি (Kolkata HC verdict on coal scam) চলাকালীনই ভর্ৎসনার মুখে পড়লেন ইডি-র ( ED ) আধিকারিকরা। মূলত, কয়লাকাণ্ডে জড়িত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ না করায় স্বাভাবিক ভাবেই তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের ( Kolkata HC ) বিচারপতি রাজাশেখর মান্থা। শুধু তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (ED) যোগ্যতা নিয়েও সংশয় প্রকাশ করে হাইকোর্ট।

এই দিন শুনানি চলাকালীন বিচারপতি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন,‘ইডি কি এতটাই অযোগ্য যে একজন সাক্ষীকেও কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না? আদালত তো তদন্ত করতে বারণ করেনি। তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নেই কেন?’

এই মামলায় নিজাম বা অন্যত্র ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন ? মাত্র দু’বার সমন পাঠিয়ে ইডি চুপ করে গেল কেন ? এই রকম আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় সেটা স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

এই নিয়ে অবশ্য ইডির তরফে জানানো হয়, এই মুহূর্তে তাদের আইনজীবী নেই যার কারণে আমাদেরও সময়ের দরকার।

Back to top button