রাজ্য

‘বিজেপির নবান্ন অভিযানের নাম শুনেই মুখ্যমন্ত্রী পালিয়েছেন’ -বললেন সৌমিত্র খাঁ

আজ বেকারত্ব সমস্যা, রাজ্যে গণতন্ত্র একাধিক ইস্যু নিয়ে আজ বিজেপি নবান্ন অভিযান করবে। এই অভিযানের নেতৃত্বে আছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তবে বিজেপির নবান্ন অভিযানের ঠিক কয়েক ঘন্টা আগেই রাজ্য সরকার নবান্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ বিজেপি।

নবান্ন বন্ধের প্রসঙ্গে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, ‘বিজেপির নবান্ন অভিযানের নাম শুনেই মমতা ব্যানার্জি পালিয়ে গেছেন।’এর পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল ৭০% হেরে গিয়েছে। এর আগে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য রাজ্যে পা রেখেই বলেছিলেন, ‘ভয় পেয়েছে মমতা’। আবার অপরদিকে বিজেপির তরফ থেকে আজকের দিনটিকে পলায়ন দিবস বলা হচ্ছে।

জানা গিয়েছে, পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যের আসা বিজেপির কর্মীদের রাস্তায় আটকে দিচ্ছে। এছাড়াও তাঁদেরকে গ্রেফতারও করা হচ্ছে। তবে কি কারণে তাঁদেরকে আটকানো হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে সেই এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কিছুই জানায় নি। আবার অপরদিকে বিজেপি মহিলা কর্মীরা নবান্ন বন্ধ হতেই কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে ধর্নায় বসেছেন।

Back to top button