রাজ্য

বিজেপিতে আড়াআড়ি বিভাজন! এবার পরিণত হয়েছে পোস্টার-যুদ্ধে

বর্তমান সময়ে বাংলায় এখন বিজেপি দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক পক্ষ সাম্প্রতিক সাংগঠনিক রদবদলে জায়গা না পাওয়া বিক্ষুব্ধরা এবং অন্য এক পক্ষ বাংলার বর্তমান বঙ্গ নেতৃত্ব। বর্তমান সময়ে তারা সমান্তরাল সংগঠন গড়ে তোলার চেষ্টা করছে। পাশাপাশি এখন দু-পক্ষই নিজেদের মতো করে ব্যানার যুদ্ধে নেমে পড়েছে।

সূত্র অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির বিদ্রোহী নেতারা দল পাকাচ্ছে। তাঁদের পক্ষে পোস্টারও পড়ছে এবং যেখানেই টার্গেট করা হচ্ছে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে।পাশাপাশি নাম করেই কিছু জায়গায় বিজেপির সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও পোস্টার দেওয়া হয়।

প্রসঙ্গত, অমিতাভ চক্রবর্তীকে অনেক পোস্টারেই তৃণমূলের দালাল বলেও উল্লেখ করা হয়েছে। তৃণমূলের প্রশান্ত কিশোরের কথায় তিনি চলেন বলেও ফলাও করা পোস্টারে। ঠিক এই বিতর্কের মাঝেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। পাশাপাশি এবার পাল্টা ব্যানার ও পোস্টার পড়ল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সমর্থনে।

Back to top button