রাজ্য

BigNews: স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত মমতা সরকারের, উপকৃত হবে বাংলার লক্ষ লক্ষ পড়ুয়া

করোনা পরিস্থিতির কারণে রাজ্য জুড়ে এই মুহূর্তে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার বিষয় নিয়ে চলছে আলোচনা। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থিম নেই অফিসিয়াল কাজ।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরির কাজ চলছে এবার জোরকদমে।

এক পাইলট প্রজেক্টের মাধ্যমে ভিন রাজ্য থেকে কাপড় না এনে, বাংলার পাওয়ার লুমে তৈরী করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মের কাপড়।

বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যাকেজই গত ৯ ডিসেম্বর ঘোষণা করেছিলেন সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির কাপড় তৈরী করা হোক রাজ্যেই। মুখ্যমন্ত্রীর কথা মতো কাজ শুরু হয়ে গেছে জোর কদমে।

প্রসঙ্গত, বিদ্যালয় গুলি খোলার বিষয়ে তোড়জোড় করছে সরকারও। অতিমধ্যে পড়ুয়াদের জন্য চালু হয়ে গেছে টিকা করণ কর্মসূচি।আসা করা হচ্ছে কবিড বিধি মেনেই আর কিছুদিনের মধ্যেই খোলা হতে পারে বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

Back to top button