রাজ্য

BigNews: মাথা প্রতি মিলবে ৫০,০০০ টাকা পুরস্কার, খোঁজ দিলেই CBI-দেবে মোটা অর্থ! জেনেনিন বিস্তারিত

ভারতের কেন্দ্রীয় তদন্ত করি সংস্থা সিবিআই নির্বাচন পরবর্তী হিংসায় দুটি পৃথক খুনের ঘটনায় অভিযুক্ত আরও চারজনের বিরুধ্যে আর্থিক পুরুস্কার ঘোষণা করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার তাদানবতা করছে সিবিআই।

সিবিআই জানিয়েছে কোচবিহারের শীতল কুচি ও বীরভূমের নলহাটিতে দুটি পৃথক খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের সম্পর্কে নির্দিষ্ট তথ্য কেউ দিতে পারলেই তাকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় জগদ্দল থানার শ্যামনগর রাহুতায় মৃত্যু হয়েছে বৃদ্ধা শোভারানী মন্ডলের। এই ঘটনায় নয়জন ধরা পড়েছে। দুজন জামিনে মুক্ত। পলাতক প্রতিমা ঘোষ ও ঝর্ণা মিস্ত্রি। শনিবার সিবিআই হুলিয়া জারি করে ওই দুজনের নামে নোটিশ সাটিয়েছে।

পাশাপাশি সিবিআই এলাকায় ঘোষণা করেছে, ওই দুজনকে ধরিয়ে দিলে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অপরদিকে ভোট পরবর্তী হিংসায় নিহত জগদ্দলের পুরানী তলাব এলাকার বাসিন্দা জুটমিল কর্মী আকাশ যাদব। সেই ঘটনায় পলাতক মঙ্গলি দাস, সাগর দাস, গুড্ডু যাদব, পঙ্কজ দাস ও সুমিত যাদব। সিবিআইয় নোটিশ সাটিয়ে হুলিয়া জারি করে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ওদের ধরিয়ে দিলে। ভাটপাড়া কুলিডিপো মোড়ে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল জয়প্রকাশ যাদবের। তাঁকে মাথায় বোমা মেরে খুন করা হয়েছিল।

সেই ঘটনায় অভিযুক্ত লালন সিং ও তার পুত্র চন্দন সিংয়ের বিরুদ্ধে এদিন নোটিশ সাটিয়ে পুরস্কার ঘোষণা করল সিবিআই। উল্লেখ্য, গত ৩ মে দত্তপুকুরে হাসানুর জামানকে ক্ষেতের মধ্যে হত্যা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার দিন হাসানুর জামান ক্ষেতে কাজ করছিলেন। বোমা, স্টিক, লোহার রড নিয়ে হাসানূরের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে এসে তাঁর স্ত্রী দুষ্কৃতীদের হাতে-পায়ে ধরলেও কোনও নিস্তার মেলেনি। দুষ্কৃতীদের মারে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনায় পলাতক অভিযুক্ত ছয়জনকে ধরাতে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল সিবিআই। তবে অভিযুক্তদের ধরিয়ে দিলে সেই ব্যক্তির নাম গোপন রাখার কথাও সিবিআই ঘোষণা করেছে।

Back to top button