রাজ্য

BigNews: ‘খেলা হবে’ স্লোগান এবার নতুন রূপে পাড়ি দিল উত্তরপ্রদেশে

বাংলার বিখ্যাত শ্লোক ‘খেলা হবে’ এবার পাড়ি দিল উত্তরপ্রদেশে। এবার এই তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’র অনুকরণে হতে চলেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির ভোটের গান। এবার উত্তরপ্রদেশে ভোটের জিঙ্গল হিসেবে অখিলেশ যাদবের টিম নিয়ে এল নতুন গান ‘খাদেড়া হোইবে’। মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটে যে স্লোগানে ভর করে বিজেপিকে হার মানিয়ে ছিলেন, ঠিক এটাই হতে চলেছে এবার অখিলেশের হাতিয়ার।

বিগত একুশের নির্বাচনে বিজেপিকে হারাতে এই নয়া স্লোগান ‘খেলা হবে’ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের তৈরি করা ওই গান বাংলা কাঁপিয়েছিল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সেই গানকেই আপন করে নিল। এখন তৃণমূলের ‘খেলা হবে’ নতুন রূপে উত্তরপ্রদেশে ‘খাদেড়া হোইবে’তে রূপান্তরিত হয়েছে।

‘খেলা হবে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান ও গান বিজেপিকে বাংলায় ঘেঁষতে দেননি। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নিয়ে এল ‘খাদেড়া হোইবে’। এই ‘খাদেড়া হোইবে’-র অর্থ হল তাড়াতে হবে। উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে তাড়াতে তৃণমূলের শরণ নিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

Back to top button