BigNews: করোনা আক্রান্ত হলেন উপরাষ্ট্রপতি, থাকবেন সাতদিনের কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। আপাতত তিনি নিভৃতবাসে আছেন। রবিবার বিকেলের দিকে উপ-রাষ্ট্রপতি টুইট করে জানান যে, আজ রবিবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু হায়দরাবাদে কোভিড ১৯-এর নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। তিনি এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন তাও জানান। তবে যাঁরা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আজ রবিবার হায়দ্রাবাদে স্বাধীনতা সংগ্রামীর একটি প্রতিকৃতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনা আক্রান্ত হওয়ায় তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলেছে- “মহান জাতীয়তাবাদী, কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী এবং দূরদর্শী নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ তাঁর জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি।” এছাড়া তিনি এই বিশেষ দিনে করোনা থেকে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।