রাজ্য

BigNews: দুর্ঘটনার কবলে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন, ঘটনাস্থলে তদন্তকারী দল

গত, ১৩ তারিখ অর্থাৎ বুধবার বিকেলে “আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস” ( Bikaner Guwahati Express ) ট্রেন দুর্ঘটনার কবলে পরে।যার কারণে অনেকে প্রাণ হারান এবং প্রচুর মানুষ আহত হন। সেই দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন ময়নাগুড়ি এবং জলপাইগুড়ির বাসিন্দারা।

শুধু তাই নয় এই ঘটনার ঠিক পরেই শনিবার পিলারে ধাক্কা মারে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। আর সেই ঘটনার ঠিক এক সপ্তাহ পার না হতেই আবারও মঙ্গলবার সকালে প্রায় ৯টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়লো হাওড়াগামী ভাস্কো-দা-গামা হাওড়া অমরাবতী এক্সপ্রেস। তবে এখনো এই ঘটনায় কারোর হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গিয়েছে, এই দিন সকালে গোয়ার দুধসাগরের কাছে হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। অবশ্য পরে রিপোর্টের মাদ্ধমে জানা যায়, ট্রেনে থাকা সকল যাত্রী ও কর্মচারীরা নিরাপদে আছেন। পাপাপাশি আধিকারিকরা জানান, ট্রেনের পুরো রেকটি প্রভাবিত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেই জানানো হয়েছে।

Back to top button