রাজ্য

অর্পিতার ফ্লাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার ? নাম জানতে পারলো ED

ইডির হাতে পৌঁছেছে অর্পিতা মুখার্জির ফ্লাট থেকে উদ্ধার হওয়া ৩ টি ডায়েরি। আর সেই ডাইরি থেকেই মিলেছে প্রয়োজনীয় যাবতীয় তথ্য। সূত্রের খবর থেকে জানা গেছে ওই ডায়রিয়া থেকে ED জানতে পেরেছে বিপুল পরিমান টাকা কোনদিন ,কোন তারিখে, কে কে নিয়ে আসতো। এরপর সেই রাকা কবে কাকে কাকে দেওয়া হতো সেই সমস্ত তথ্য।

তারমধ্যে একটি কালো ডায়েরি ও একটি পকেট ডায়েরি থেকে মিলেছে যাবতীয় তথ্য। ওই ডায়েরি থেকেই জানা গেছে যারা টাকা নিয়ে আসতো ও যাদের কাছে পাঠানো হতো তাদের নাম। পাওয়া গেছে তাদের ফোন নাম্বারও। ইতিমধ্যে ওই ডায়েরি কার দ্বাড়ায় লেখা হতো তা জানতে নেওয়া হচ্ছে হস্তাক্ষর বিশারদদের সাহায্য।

প্রসঙ্গত,প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির পর আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অর্পিতা মুখার্জি। আজ শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসই হাসপাতলে প্রবেশের সময় তিনি বলেন ‘টাকা আমার নয়,আমার অনুপস্তিতে,আমার অজান্তে টাকা রাখা হয়েছে।’

এর আগে সাংবাদিকদের পার্থ চ্যাটার্জি বলেছেন যে টাকা তার নয়। অপরদিকে অর্পিতা দাবি করে জানিয়েছেন যে তিনিও এই বিষয়ে কিছুই জানেন না। তাই প্রশ্ন উঠছে কার এই টাকা?

Back to top button