সাবধান! পশ্চিমি ঝঞ্ঝা ভেঙে কন কনিয়ে আসছে শীত, ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা

পশ্চিমি ঝঞ্ঝা ভেঙে বাংলায় ক্রমশ জাকিয়ে পড়তে চলেছে শীত। আজ ঊত্তরে হওয়ার দাপুটে অনেকটাই নেমেছে তাপমাত্রা। শহরে এক ধাক্কায় পারদ নেমেছে ২ ডিগ্রি। আজ আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপ মাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমের জেলাগুলোতেও তাপ মাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ডুয়ার্সে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টায় আয় নামবে তাপমাত্রা।
প্রসঙ্গত নতুন বছরের শুরুতেই ফিরেছে শীতের আমেজ। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
কুয়াশা থাকবে সকালের দিকে। আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমে যাবে। কলকাতার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।