রাজ্য

অর্জুন সিং-কে সরাসরি ‘পাগল’ বললেন অনুব্রত মন্ডল, জেনেনিন কি কারণ

বিজেপি সংসদ অর্জুন সিং ফের একবার বেফাঁস, পুলিশকে মারার নিদান দিলেন তিনি এবার। আর বিজেপি সাংসদের এই মন্তব্যে তীব্র নিন্দা করে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তিনি অর্জুন সিং-কে ‘পাগল’ বলে কটাক্ষ করেন।

আজ সোমবার পুরভোটে অশান্তির অভিযোগে বাংলা বন্ধের ডাক দিয়েছিলো বিজেপি। সকালবেলা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। তৎপরতার সঙ্গে পুলিশ পরিস্থিতি নাগালে এনেছে। তবে তার মাঝেও কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে। আর এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ অর্জুন সিং কঠাক্ষ মন্তব্য করে বলেন যে, “বিজেপির আন্দোলন হচ্ছে নিরামিষ আন্দোলন। তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে হলে জঙ্গি আন্দোলন করতে হবে।” ঠিক আর পরই তিনি বলেন, “শুধু তৃণমূল কেন, পুলিশ যদি মারে, পুলিশকেও উল্টো মার্ দিতে হবে।”

অর্জুন সিং-এর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। তিনি বলেন যে, “অর্জুন সিং একটা পাগল ছেলে। ও যা ইচ্ছে করে তাই করে। খবরে থাকার জন্য এসব করে। ওর কথা শুনে কোনো লাভ নেই। ও ফালতু লোক। ওর কথা বাংলার মানুষ শুনবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।

Back to top button