রাজ্য

সুখবর! কেন্দ্রের কাছে আবার বাংলা পেলো সেরার সন্মান, দেখুন এক ঝলকে

সারা দেশ যখন করোনা ( COVID 19 ) মহামারীতে ভুগছেন সেই সময় নানান ক্ষেত্রে সেরার তালিকায় নাম উঠে আসছে বাংলার। ঠিক এই দিন আবারও সেরার তালিকায় উঠে এল বাংলার নাম এমনটাই তথ্য প্রকাশ করলো কেন্দ্র। মূলত ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা’য় খাদ্যশস্য বিতরণে সেরার তালিকায় স্থান করলো আমাদের পশ্চিমবঙ্গ ( WEST BENGAL )

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (প্রধানমন্ত্রী-জিকেএওয়াই) হল আত্মনির্ভর ভারত এর অন্তর্গত একটি প্রকল্প যা অভিবাসী ও দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে। ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত, ৮০ কোটিরও বেশি পরিবারের লোককে প্রতি মাসে মাথা পিছু প্রত্যেক কে ৫ কেজি আটা / চাল প্রদান করা হবে এবং এক কেজি ফ্রি গোটা চানা প্রদান করা হবে।

গতকাল, বুধবার এই সুখবরটি জানায় কেন্দ্র। জানা গিয়েচে গত বছর ২০২১ সালে মে থেকে নভেম্বর মাস পর্যন্ত চলা এই প্রকল্পের তৃতীয় এবং চতুর্থ পর্বে পশ্চিমবঙ্গে সাফল্যের হার ৯৭ শতাংশ।

Back to top button