রাজ্য

নারকেল গাছের পরিত্যক্ত অংশ দিয়ে দুর্গাপ্রতিমা গড়লেন এক যুবক

নদিয়ার বাসিন্দা শেখর বাগচী ছোট থেকেই একটু নন্যধারণের শিল্প নিয়ে চিন্তা-ভাবনা করে থাকেন! আয়ের সন্ধানে বিএসসি পাশ করার পরেও চাকরির আশা চে দিয়ে এক ভিন্ন পেশার সাথে যুবক হয়েছেন তিনি!

নারকেল গাছ থেকে প্রাপ্ত গাছের নানা পরিত্যক্ত দিয়ে নতুন নতুন অসাধারণ বিষয় তৈরী করা তাঁর নেশা, বিশেষ করে দুর্গাপুজোর আগেই তাঁর এমন চিন্তা-ভাবনা। এবছর কলকাতা থেকে দুর্গাপ্রতিমা অর্ডার করা ছিল কিন্তু করোনার কারণে উদ্যোক্তারা সেই অর্ডার বাতিল করে দেয়।

আর এই অর্ডার বাতিল করে দেওয়ার তাঁর মন খুবই খারাপ হয়ে যায়! এই বাছর লকডাউন ও করোনা আবহের মধ্যেও মাত্র দুটো দূর্গা তৈরী করেছেন। কিন্তু এখনও পুজো উদ্যোক্তারা তাঁর তৈরী দুর্গাপ্রতিমা রাখার পরিকল্পনা করেনি। তিনি কঠোর পরিশ্রম করে আঠা ও নারকেল গাছের সামগ্রী দিয়ে এই দুর্গাপ্রতিমা তৈরী করেছেন। আর অন্য পটিমাটি করোনা থিম নিয়ে সেখানে একে অন্যকে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে, এমনকি দেবী দুর্গাকেও পোড়ানো হয়েছে মাস্ক। আর এর মাধ্যমে তিনি করোনা পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

Back to top button