১০০০ কোটি টাকা সাহায্য! ‘ধারদেনা করে চলছে সরকার’

সম্প্রতি রাজ্য সরকার সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের জন্য বিশ্ব ব্যাঙ্ক থেকে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য পেয়েছে। বিশ্ব ব্যাংকার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই খবর। রাজ্য সরকারের সেই প্রাপ্তি নিয়েই এবার শাসক দলের প্রতি তোপ দাগলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বলেন ‘প্রকল্প গুলো চালু করে এখন চালাতে পারছে না সরকার, বন্ধও করতে পারবেন না ! তাই ধারদেনা করে চালাচ্ছেন। আমাদের শাস্ত্রেই রয়েছে চার্বাক নীতি। ‘
প্রসঙ্গত, সম্প্রতি, বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ ফের একবার মমতা ব্যানার্জির কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন । মমতা ব্যানার্জিকে অখিলেশ যাদব নির্বাচনী প্রচারের জন্য উত্তর প্রদেশে আমন্ত্রণ জানিয়েছেন। আর সবকিছু ঠিক থাকলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ দেবেন প্রচারের কাজেও।
সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “আগে নিজের রাজ্যের মুখ হয়ে উঠুন,তারপর উত্তরপ্রদেশে যাবেন। ত্রিপুরায় মুখ হয়ে গেছেন, গোয়ায় হয়েছেন । উত্তরপ্রদেশে গেলে এক কাপ চা খাওয়াবে না। উনিই নিজেই লোক পাঠিয়ে বলেছেন,আমাকে ডাকো, আমি নিজেই সর্বভারতীয় নেত্রী হতে চাই।’