রাজ্য

মমতা সরকার জানালো, তিনি ১ লক্ষ ছেলে মেয়েদের টাকা দেবে

এর আগেও মুখ্যমণ্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমব্যথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী নিয়ে এসেছিলেন।আবার তিনি নাতুন করে আরও একটি প্রকল্প নিয়ে কল্পতরু।তিনি এই প্রকল্পের নাম দেন “কর্মসাথি” প্রকল্প।তাঁর আগের প্রকল্প গুলো ভালো ফল দেখা দেওয়ায় তিনি নাতুন একটি প্রকল্প নিয়ে আসছেন।এই প্রকল্পের কথা কালিয়াগঞ্জে মুখ্যমণ্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন।

এই পরিকল্পের দ্বারা রাজ্যের ১ লক্ষ ছেলে ও মেয়েদের ব্যাবসার জন্য টাকা দেবে রাজ্য সরকার।বেকারদের নিজের পায়ে দাঁড়াতে এই টাকা দেবে রাজ্য সরকার।তিনি আরও জানান যে, উত্তৰ দিনাজপুরে নতুন করে ৪টি কর্মক্ষেত্র হবে।

এই প্রকল্পের ঘোষণা করেন ২০২০-এর বাজেটে।বিধানসভায় বাজিত পেশ করার সময় রাজ্যে অর্থমন্ত্রী অমিত মিত্র এই প্রকল্পের নাম দেন ‘কর্মসাথি’।এই প্রকল্পের দ্বারা খুবই সহজেই ঋণ নিয়ে ব্যাবসা শশুরু করতে পারবে যুবক যুবতীরা।

Back to top button