রাজ্য

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- তরুণীর ছবি সুপার ইমপ্রোজ করে তা বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবার হুমকিতে আতঙ্কিত তরুণী ও তার পরিবার। টিটাগড় থানার ব্যারাকপুর আনন্দপুরী এ রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থার ফিন্যান্স বিভাগে কর্মরত তরুণীর হ্যাটসপে গত ১ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে একটি লিংক আসে। অসতর্কবশত ওই তরুণী লিংকটি খুলে ফেলে। এরপর ঘনঘন ম্যাসেজ ও ফোন আসতে থাকে তরুণীর কাছে। বিভিন্ন লোনদানকারী সংস্থার নাম করে বলা হয়, চটজলদি লোন পরিশোধ করতে হবে। নইলে খুব খারাপ হবে। বৃহস্পতিবার ওই তরুণীর বাবার মোবাইলে ফোন করে বলা হয়, মেয়ে লোন নিয়েছে ওকে লোনের টাকা শোধ করতে বলুন। যদিও তরুণীর দাবি, তিনি কোনও কোম্পানির থেকে লোন নেননি। যদি নিয়ে থাকি এগ্রিমেন্ট কপি দিন। আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তরুণীর অভিযোগ, আদালতের কথা শুনেই ক্ষেপে গালিগালাজ করতে থাকে। হুমকি দিয়ে বলে লোনের টাকা পরিশোধ না করলে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। অভিযোগ, ওই তরুণীর কন্ট্যাক্ট লিস্টে যারা আছেন আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবদের ফোন করা হচ্ছে। এমনকি অন্যের দেহ আর তরুণীর মুখ বসিয়ে ছবি বিকৃত করে কন্ট্যাক্ট লিস্ট ধরে সেই ছবি পাঠানো হচ্ছে। চূড়ান্ত হয়রানির শিকার হয়ে ওই তরুণী অবশেষে টিটাগড় থানায় ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- তরুণীর ছবি সুপার ইমপ্রোজ করে তা বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবার হুমকিতে আতঙ্কিত তরুণী ও তার পরিবার। টিটাগড় থানার ব্যারাকপুর আনন্দপুরী এ রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি সংস্থার ফিন্যান্স বিভাগে কর্মরত তরুণীর হ্যাটসপে গত ১ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে একটি লিংক আসে। অসতর্কবশত ওই তরুণী লিংকটি খুলে ফেলে। এরপর ঘনঘন ম্যাসেজ ও ফোন আসতে থাকে তরুণীর কাছে। বিভিন্ন লোনদানকারী সংস্থার নাম করে বলা হয়, চটজলদি লোন পরিশোধ করতে হবে। নইলে খুব খারাপ হবে। বৃহস্পতিবার ওই তরুণীর বাবার মোবাইলে ফোন করে বলা হয়, মেয়ে লোন নিয়েছে ওকে লোনের টাকা শোধ করতে বলুন।

যদিও তরুণীর দাবি, তিনি কোনও কোম্পানির থেকে লোন নেননি। যদি নিয়ে থাকি এগ্রিমেন্ট কপি দিন। আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তরুণীর অভিযোগ, আদালতের কথা শুনেই ক্ষেপে গালিগালাজ করতে থাকে। হুমকি দিয়ে বলে লোনের টাকা পরিশোধ না করলে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। অভিযোগ, ওই তরুণীর কন্ট্যাক্ট লিস্টে যারা আছেন আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবদের ফোন করা হচ্ছে। এমনকি অন্যের দেহ আর তরুণীর মুখ বসিয়ে ছবি বিকৃত করে কন্ট্যাক্ট লিস্ট ধরে সেই ছবি পাঠানো হচ্ছে। চূড়ান্ত হয়রানির শিকার হয়ে ওই তরুণী অবশেষে টিটাগড় থানায় ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Back to top button