রাজ্যকলকাতা

গরমের হাত থেকে আপাতত নিস্তার নেই জানিয়ে দিলো হাওয়া অফিস

শহরে লাগাতার চড়ছে তাপমাত্রার পারদ। প্রতিদিনই উর্ধ্বমুখী। হাসফাঁস করছেন সাধারণ মানুষরা। কিন্তু এখনই স্বস্তির কোনও খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে এখনই মুক্তি মিলবে না। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়বে আপেক্ষিক আর্দ্রতাও।

আগামী ৪-৫ দিনে তাপমাত্রা একইরকম থাকবে। আজ, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে ২৬ ডিগ্রি হতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদদের একাংশ।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জেলাগুলিতে ক্রমেই বাড়বে তাপমাত্রা। অন্যদিকে, ঘূর্ণিঝড় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁষে বাংলাদেশ-মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। ফলে আংশিক মেঘলা আকাশ ছাড়া বঙ্গের স্বস্তির ভাঁড়ার কার্যত শূন্যই থাকবে। আজ এবং আগামীকাল বিকেল, সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Back to top button