রাজ্য

অবাক কান্ড! ভোটার কার্ডে এলো পশুর ছবি, দেখে অবাক জনতা

ভোটার কার্ড হলো ভারতীয় নাগরিকের একটি অন্যতম প্রমান পাত্র।এর সাথেও গণতান্ত্রিক ভোট দেবার সময় এই কার্ডটি ব্যবহার হয়ে থাকে। কিন্তু ভোটার এবার ভোটার কার্ড সংশোধন করতে গিয়ে মানুষের ছবির জায়গায় উঠে এলো কুকুরের ছবি।আর সেই কার্ডে এতো বড় ভুল হলো কিভাবে তা নিয়ে নানান প্রশ্ন উঠে এলো।

যে ব্যক্তি ভোটার কর্ড সংশোধন করতে আবেদন করে ছিল, তার ওই কার্ডে সংশোধন হওয়ার কথা ছিল তার বাবার নাম। তার বাবার নাম ভুল থাকায় সেই ব্যক্তি সংশোধনের জন্য আবেদন করেছিল। কিন্তু তার ভোটের কার্ডে তার বাবার নাম পরিবর্তন হয়েছে, তবে এর সাথে তার ছবিও পরিবর্তন হয়ে গিয়েছে।তিনি মুর্শিদাবাদের ধুলিয়ান রামনগরের বেওয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ৪০ নং বুথের এক বাসিন্দা ছিলেন।ওই বুথের দায়িত্বে ছিলেন বিএল বিধানচন্দ্র রায়।

ওই বুথের ভারপ্রাপ্ত বিএলও বিধানচন্দ্র রায় বলেন, “ওই ব্যক্তি ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন।পরে ভোটার তালিকায় ভোটারের জায়গায় কুকুরের ছবি দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এরপরই তাকে পাসপোর্ট ছবি নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।তা সত্ত্বেও এতো বাওড় ভুল কি করে হলো ভেবে পাচ্ছিনা।”

Back to top button