রাজ্য

১৪ দিন ছুটি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

করোনার কারণে দেশের মধ্যে এক আতঙ্ক তৈরী হয়েছে।যার প্রভাব পড়েছে দেশের স্কুলগুলির ওপর।রাজ্যে চলছে সমস্ত স্কুলগুলিতে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।তাই এবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি তার নিজের আশঙ্কা প্রকাশ করলেন।তিনি জানান, ‘জ্বর হলে ১৪ দিন ছুটি নিন। কোনোও অসুবিধা নেই।’করোনা আটকাতে তিনি এই বিশেষ উদ্যোগ নিলেন।

এছাড়াও তিনি রাজ্যবাসীকে সর্তক করে বললেন, ‘কারোর সাথে হাত মেলাবেন না।কারোও সাথে কথা বলার আগে অন্তত ৫ মিটার দূরত্ব বজায় রাখুন।হাঁচি ও কাশির সময় কনুই দিয়ে মুখ ঢাকুন।করোনায় মৃত্যুর হার ২%। জনবহুল এলাকা এড়িয়ে চলুন।’এভাবেই আমরা করোনা করোনাকে ঠেকাতে পারবো।

Back to top button