সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তুমুল মারামারি, যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা
সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তর্ক হয় দুই যুবকের। এরপর মারামারির এক পর্যায়ে বাঁশ দিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ এপ্রিল) ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে ফুটপাতে শুক্রবার রাতে দিচ্ছিলেন কয়েকজন। তাদের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিৎ সিংহ ও মুসলি রাও নামে দুই যুবকের তর্ক হয় রাজু রাও নামে আরেকজনের। এরপর হাতাহাতি। মারামারির সময় রাজু বাঁশ দিয়ে রঞ্জিৎ ও মুসলিকে আঘাত করেন। দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতেই মারা যান মুসলি। সে হাওড়ার বৈষ্ণব মল্লিক লেনের বাসিন্দা।
পুলিশ আরও জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত রঞ্জিৎ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিতের অভিযোগেরভিত্তিতে পুলিশ রাতেই রাজুকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।