রাজ্য

সাবধান! আসছে বৃষ্টি, ভাসবে রাজ্য জানালো আলিপুর আবহাওয়া দফতর

শীত শেষ বসন্তের আগমন ঘটেছে রাজ্যে। তবুও প্রকৃতি মাঝে মধ্যেই যেন মনে করিয়ে দিচ্ছে বর্ষাকালকে। বর্ষাকাল শেষ হয়ে গেছে অনেক দিন এরপর আরো বেশ কয়েকটি ঋতু অতিবাহিত হলেও বর্ষা প্রতিমাসেই মনে করিয়ে দিয়েছে তার অস্তিত্ব।

আলিপুর আবহাওয়া দফতরের নতুন তথ্য অনুযায়ী দোল ও হোলির দিন সাময়িক কিছুটা স্বস্তি দেওয়ার পর রাজ্যে ফের বৃষ্টি আসছে ঝেপে।আর এর কারণ হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমি ঝঞ্ঝা।আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানিয়েছে।পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম হিমালয়ে।যার ফলে আগামী বুধবার থেকে পরিবর্তিত হতে পারে আবহাওয়া।আর এই পরিবর্তনের প্রভাব পর্বে ভারতের উত্তর-পূর্ব ভারতে।আর এরফলেই বৃহস্পতিবার থেকে বৃষ্টি দেখা যেতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গে।

কাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে জ্বালিয়ো বাস্প বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

Back to top button