রাজ্য
বাঙালিদের নিয়ে গর্বিত রাজ্যপাল, দিলেন দারুন বার্তা

সাভারকর সেলুলার জেলটি অবস্থিত আন্দামানে।সেখানে বহু ভারতীয় বাঙালিদের আটকে রাখা হয়েছিল।সেখানে বহু বাঙালি আত্মত্যাগ করেছেন। তাই সেখানে তাদের উদ্দেশ্যে একটি স্মরণ তৈরী করা হয়েছে।আপনি যদি সেখানে যান তাহলে বুঝতে পারবেন, যে বাঙালিরা কিভাবে জাতীয়তাবাদের আন্দোলন তৈরী করেছিল।
এবার সেই সেলুলার জেল ঘুরে দেখলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকোর। তিনি সেই জেলটি ঘুরে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন।এরপরই তিনি লিখেছেন, ‘সেলুলার জেল ঘুরে দেখার পর আমার দেশ সেবা করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠলো।সেখানে বেশিরভাগ বন্দি ছিলেন বাংলার মানুষ, সুতরাং বোঝাই যাচ্ছে যে জাতীয়তাবাদের উৎস কথায়।জাতীয়তাবাদের শীর্ষে পশ্চিমবঙ্গ অবশ্যই থাকবে।’