নিউজরাজ্য

“নির্লজ্জ সাংবাদিকতা ও খবরের নামে প্রহসন” হাঁটু জলে নেমে সাঁতার কেটে টিআরপি তুললো বাংলার সংবাদমাধ্যম

সম্প্রতি রাজ্যে বয়ে গেলো ঘূর্ণিঝড় “ইয়াস”। ঘূর্ণিঝড়ের তান্ডব কলকাতা শহরে সেভাবে না পড়লেও রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের মানুষ হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আর এই ঘূর্ণিঝড়ের দাপট সবথেকে বেশি টের পেয়েছেপূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে দিঘার সমুদ্রের এটি বিশালাকার ঢেউ ও জলোচ্ছাস।

সকাল থেকেই ঘূর্ণিঝড়ের উপর নজর ছিল রাজ্য প্রশাসন ও আবহাওয়া দফতরের। তাই প্রশাসন সহ রাজ্যের মানুষ সবসময় নজর রেখেছে রেখেছেন সংবাদ মাধ্যম গুলিতে। সাধারণ মানুষ ও প্রশাসনের সেই আগ্রহ কে হাতিয়ার করেই সংবাদ মাধ্যম ভুল তথ্য পরিবেশন করা শুরু করে দেয়।

মেইন আরএম সংবাদ মাধ্যমের সেই নগ্নচিত্র সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষকে চ্যানেলে ধরে রাখতে টিআরপি বাড়ানোর জন্য চ্যানেল গুলো কতটা নিম্নমানের কাজ করতে পারে তার নিদর্শন পাওয়া গেলো এবারের ঘূর্ণিঝড়ে। মানুষের মনে থাকা ঘূর্ণি ঝড়ের আতঙ্ককে রীতিমত তারা করে তুলেছেন প্রহসনে।

সাম্যবাদ মাধ্যমের নির্লজ্জতার সেই ভিডিও গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় –

Back to top button