মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে হাতাহাতি, জুতো পেটা হলো সিভিককর্মী

আজই মাধ্যমিক পরীক্ষার শেষ দিন।তবে এই শেষ দিনেই চাপাবাড়িয়া হাই স্কুলের দুই ছাত্রের মধ্যে মারপিটের কারণে সেখানে খুবই খারাপ পরিস্থিতির সূচনা হয়েছিল।সেই মারামারি থামাতে গিয়ে এক অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা নাকি পরীক্ষাকেন্দ্রেই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করে।সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
গত শনিবার থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল।বয়েজ হাই স্কুল, শক্তি গড় হাই স্কুল, নিউ বনগাঁ বয়েজ, অসিত বিশ্বাস শিক্ষা নিকেতন ও নতুন সুভাষিণী হাই স্কুল, এই ৪টি স্কুলে পরীক্ষা এবছর চাঁপাবেড়িয়া হাই স্কুলে হয়।সেই স্কুলের দুটো বিল্ডিং-এর মধ্যে হয়।এই স্কুলের ভেতর পরীক্ষা চলা কালীন দুই স্কুলের মধ্যে শৌচালয় যাওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পরে।এরপর তারা বাড়ি ফেরার পথে মারামারিও করে থেকে বলে এক অভিযোগে জানা যায়।
এঘটনার পর স্কুল চত্বরে দেখা যায় ব্যাপক উত্তেজনা। রবে পরীক্ষা শেষে এখন পরিস্তিথি শান্ত রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ যোগ্য আজ ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন।