নিউজ

পুজোর আগেই, বাড়িতে বসে কাজ না করলেও দেওয়া হবে বেতন, জেনেনিন বিস্তারিত

করোনা জেরে রাজ্যের ৫ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন। তবে এই হিসেবে শুধুমাত্র ই-এসআই প্রকল্পের অধীন শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে। আগামী ১২ নভেম্বরের মধ্যে এই প্রকল্পে বিমাকৃত শ্রমিক ও তাঁদের মালিকদের মাসিক টাকা জমা করার পর এই বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানা গিয়েছে।

তবে গত ২৩ মার্চ থেকে লকডাউন হওয়ার পর কাজ হারানো জেরে এই প্রকল্পের খাতে টাকা জমা পড়েনি। সেই হিসেবে অনুযায়ী ৫ লক্ষ শ্রমিককে শর্ত অনুযায়ী আর্থিক সুরাহা হিসেবে দেড় মাস বেতন দিতে রাজি হয়েছে ই-এসআই কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে এই নিগমের আঞ্চলিক অধিকর্তা অক্ষয় কালা।

এই নিগম কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গে ই-এসআই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ২০ লক্ষ শ্রমিক।তবে মার্চের পর থেকে ২৫% খেতে তাঁদের মাসিক দেয় টাকা জমা পড়েনি। তাই মনে করা হচ্ছে ২৫% অর্থাৎ ৫ লক্ষ শ্রমিক তাঁদের কাজ হারিয়েছেন। এটি আবার অস্থায়ীভাবেও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি তাঁদের সংস্থা পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে। তবে তাঁদের শর্ত মেনে চললে তাঁদের অ্যাকাউন্টে ১৫ দিনের মধ্যে টাকা দেওয়া হবে।

Back to top button