![](https://www.bharatnews24x7.com/wp-content/uploads/2020/09/didi.jpg)
এনসিবি-র জেরার রিয়া সব কথা স্বীকার করে নিলেও,তার পশাপাশি অভিযোগ দায় করেন সুশান্তের দুই দিদির বিরুদ্ধে।সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধু চিকিতসকের বিরুদ্ধেও।ব্যান্দ্রা থানায় ৪২০, ৪৬৪,৪৬, ৪৬৬,৪৬৮,৪৭৪,৩০৬, ১২০-র বি এবং ৩৪-এর ধারায় দায়ের করা হয়েছে । ঠিক এরপরেই সুশান্তের দিদি জানান, ‘কোনও কিছু আমাদের মনোবল ভাঙতে পারবে না’।
প্রিয়ংকার হোয়াটস্যাপ চ্যাট থেকে জানা যায় সুশান্তকে তার দিদি প্রিয়াংঙ্কা তার মানসিক লারণের জন্য লিব্রিয়াম, নেক্সিটোর মতো একাধিক ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। এই নিয়েই শুরু হয় অশান্তি ,এই ওষুধ খাবার কথা নিয়েই বাড়ি ছাড়েন রিয়া। এর পরেই কেসে উঠে আসে মাদক চক্র। যার পরিপেক্ষিতে গ্রেপ্তার করা হয় কিছু জনকে,এরপেছনে উঠে আসে বলিউবদের কিছু নাম অবশ্য তারা লক্ষণ সেই নামেরতালিকা প্রকাশ করেননি।