
প্রথমে হলো প্রধানমন্ত্রীর নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক এবং পরে তিন শব্দের হুমকি। প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে একটি মেল করা হয়। যাতে মাত্র তিনটি শব্দ লেখা রয়েছে। ‘কিল নরেন্দ্র মোদি’। নেশনাল ইনভেস্টিকেশন এজেন্সির তরফে এই মেল প্রকাশ করা হয়। এই খবর প্রকাশে আসা মাত্র দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। যেখানে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ ।
৮ অগাস্ট একটি অজ্ঞাত মেইল আইডি ylalwani12345@gmail.com থেকে আর এক আইডি-তে info.mum.nia@gov.in এই মেল পাঠানো হয়েছিল। এনআইএ-র তরফ থেকে এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। কে বা কারা এই মেলের পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক এবং পরে এই হুমকি এই দুটি বিষয় নিয়ে দেশের গোয়েন্দাদের রাতের ঘুম উড়েছে।।







