নিউজ

Panchayat: অশান্ত বাংলা! কালীঘাটে জরুরি বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

পঞ্চায়েত নির্বাচনের আগে জরুরি বৈঠকে তৃণমূল। আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হবে। সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে এই বৈঠক হবে বলে জানা গেছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়। যাইহোক, এই বৈঠকের কেন্দ্রবিন্দু পঞ্চায়েত নির্বাচন (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন 2023)। তাই তৃণমূলের নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বেশ কয়েকটি আসনে প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্বতন্ত্র হিসেবেও অনেক প্রার্থী মনোনয়নপ্রত্যাশী। আজকের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মনোনয়ন পর্ব থেকেই বাংলায় জায়গায় জায়গায় দাঙ্গার খবর আসছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত কেন্দ্রীয় বাহিনীর ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকী কলকাতার সুপ্রিম কোর্টও এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আজকের অধিবেশনে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

বলাই বাহুল্য যে বুধবার পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের আক্রমণ করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, এত সফল মনোনয়ন আগে কখনও হয়নি বলেও উল্লেখ করেন তৃণমূলের এই নেতা। তার মতে, বাংলায় কখনো শান্তিপূর্ণ আন্দোলন হয়নি। আগের পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান উল্লেখ করে ভাষণ দেন মমতা। আর তারপর, এই বৈঠক এখন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Back to top button