নিউজ

পেঁয়াজের দাম হবে ৮০ টাকা কেজি! খবরে মাথায় হাত মধ্যবিত্তের

একদিকে প্রবল বৃষ্টিতে নাজেহাল রাজ্যের মানুষ। তার উপরে এখনো যায়নি করোনা আতঙ্ক। করোনা না গেলেও ধীরে ধীরে আনলক প্রক্রিয়ার মাধ্যমে খুলে গেছে প্রায় সবকিছু। কিন্তু তাতেও রক্ষে নেই সাধারণ মানুষের। ক্রমশ বাজারে বাড়ছে জিনিসের দাম। আলুর দাম নিয়ে তো চিন্তা ছিলই তাতে দোসর হয়ে উঠেছে এবার পেঁয়াজের দাম।

পেঁয়াজের দাম নিয়ে আশংকার বাণী শোনালো ব্যবসায়ীরা যা শুনে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ার আশংকা প্রবল। ব্যবসায়ীদের মতে পুজোর আগেই পেঁয়াজের দাম ছুতে পারে ৮০ টাকা প্রতিকেজি। তাদের দাবি যেহেতু মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় আসে পেঁয়াজ। সেই পেঁয়াজ সড়ক পথে আস্তে সময় লাগছে এখন টো দিন। আর এরফলে রাস্তাতেই পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে ৪০ শতাংশ।

তাই যোগানের তুলনায় চাহিদা বৃদ্ধিতে পুজোর আগে পাইকারি বাজারে পেঁয়াজের মন হবে ২০০০ টাকা। স্বাভাবিক ভাবেই খুচরো বাজারে সেই দাম পৌঁছে যাবে ৮০ টাকা প্রতিকেজি দরে।

Back to top button