নিউজ

একদিনে পর পর দুবার ভূমিকম্প, আতঙ্কে কাঁপলো দক্ষিণ আফ্রিকা

আজ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পর পর দু বার ভূমিকম্প হয়েছে। মধ্যরাতে ৬০২ ও রবিবার সকালে ২.৫ মাত্রায় ভূমিকম্প হয়। তবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
কেপটাউনের কাউন্সিল ফর জিও সাইন্স আজ এই বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে। সংস্থার দেওয়া তথায় অনুযায়ী ভূমি কম্পনের স্থায়িত্ব ছিল যথা ক্রমে ২৫ সেকন্ড ও ১৩ সেকন্ড।

আর তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়মিকম্পনের পোস্ট নিয়ে ওঠে ঝড়। এর আগে দক্ষিণ আফ্রিকায় আর একবার ভূমিকম্পনের অনুভব হয়েছিল ২০১৯ সালে সেই সময় কম্পনের মাত্রা ছিল ১.৬ ডিগ্রি। আর এই নিয়ে মোট দ্বিতীয়বার ভূমিকম্পনের অনুভূতি হলো কেপটাউনে।

এই প্রসঙ্গে কেপটাউনের পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছে যে কেপ টাউনে সম্প্রতি আবহাওয়ার হয়েছে ব্যাপক পরিবর্তন আর সেই কারণেই লেগেই আছে প্রাকৃতিক দুর্যোগ। তবে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এই শহরটিতে ভূমিকম্প বা সুনামির কোনো আশংকা নেই বললেই চলে।

Back to top button