দেশনিউজ

OMG! ১ লিটার পেট্রোলের দাম ৮৪ টাকা, ভারতেরই এই রাজ্যে! কলকাতায় কত আজ ?

কেন্দ্রীয় সরকার এক্সসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পর টানা ১৫ দিন পেট্রল- ডিজেলের দামে আসেনি কোনও বদল। কর ছাড় দেওয়ার পর ১ লিটার পেট্রোলের দাম আন্দামানে হয়েছে ৮৪ টাকা। আন্দামানের পোর্ট ব্লেয়ার শহরে পেট্রল -ডিজেল বিক্রি হচ্ছে ৮৪ টাকা লিটারে।

অপরদিকে কলকাতায় লিটার প্রতি পেট্রল১০৬.০৩ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৭৫ টাকা।

দেশের রাজধানী সাহার দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার প্রতি ৯৬.৭২ টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা।

প্রসঙ্গত, তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধিতে অতিষ্ট হয়ে উঠেছিল দেশের সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। কাঁচামাল ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণেই বাড়ছিল বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম। পরবর্তীতে কেন্দ্র সরকার ও দেশের কিছু রাজ্য সরকার কর কমিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।

Back to top button