নিউজদেশ

প্রায় প্রতিদিনই বাড়ছে তেলের দাম, গাড়ি ব্যবসায়ীদের মাথায় হাত

করোনা আতঙ্কের ফলে ও লকডাউন জারি হওয়ার কারণে বিভিন্ন শিল্পের মতো কারখানায় উৎপাদন কমিয়েছে একাধিক শিল্প। তাদের মধ্যে গাড়ি শিল্প সংস্থাগুলিও অন্যতম। গাড়ি সংস্থাও তাদের উৎপাদন কমিয়েছে বা বন্ধ রেখেছে কারখানা।

আর সেই কারণেই সিয়ামের হিসেবে অনুযায়ী জুন মাসে গাড়ি বিক্রি বাড়লেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সামান্যই বেড়েছে। আই তার উপর দোসর হয়েছে লাগাতার তেলের দাম বৃদ্ধি। প্রায় প্রতিদিনই তেল ভরতে গিয়ে নাভিশ্বাস উঠছে গাড়ি চালকদের। কলকাতা সহ বিভিন্ন রাজ্যে তেলের দাম পার করেছে ১০০ র গন্ডি। আর সেই কারণেই চিন্তিত গাড়ি কোম্পানির মালিক সংগঠন

এই প্রসঙ্গে সিয়ামের ডিজি রাজেশ মেনন বলেছেন “পেট্রল ও ডিজেলের এরকম বাড়তে থাকা দাম অদূর ভবিষতে হয়তো এই শিল্পের ঘুরে দাঁড়ানোর জমিটাই কেড়ে নেবে।’

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আর সাথে থাকুন আমাদের।)

 

Back to top button