দেশ

ভারতে সুশাসনে সেরা কোন রাজ্য? প্রকাশিত হলো ভারতের সুশাসিত রাজ্যের তালিকা

দেশে সুশাসনের বিচারে ভারতের মধ্যে সেরা রাজ্য হলো কেরালা। বেঙ্গালুরু ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত ‘পাবলিক অ্যাফেয়ার্স ইনডেক্স-২০২০’র তথ্যে জানা গেছে এমনি তথ্য।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার বেঙ্গালুরুর একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। এই সংস্থাটির সেক্রেটারি হলেন মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন চেয়ারম্যান কে কাসতুরির্যানগান।তিনি এই রিপোর্ট প্রকাশের প্রসঙ্গে বলেছেন দেশজুড়ে উন্নয়নের ভিত্তিতেই নির্ধারিত করা হয়েছে সুসহনের সূচক।

পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার প্রকাশিত তথ্য অনুযায়ী সুশাসনের সূচকে এগিয়ে আছে দক্ষিণাঞ্চলের চার রাজ্য। কেরালা (১.৩৮৮৮), তামিলনাড়ু (০.৯১২), অন্ধ্রপ্রদেশ (০.৫৩১) ও কর্ণাটক (০.৪৬৮) সূচকে প্রথম সারিতে রয়েছে।

উত্তর প্রদেশ, ওডিশা ও বিহার র‍্যাঙ্কিংয়ে একেবারে নিচের সারিতে রয়েছে। এই রাজ্যগুলো পেয়েছে ১.৪৬১, ১.২০১, ১.১৫৮ পয়েন্ট।আরেকটি ছোট বিভাগে গোয়া ১.৭৪৫ পয়েন্ট নিয়ে সুশাসনের তালিকায় প্রথমে রয়েছে।অপরদিকে কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সুসহনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে চন্ডিগড়। আর তারপরেই রয়েছে পন্ডিচেরী।

Back to top button