দেশ

Weather: বৃষ্টি নিয়ে চিন্তায় দক্ষিণ, উত্তর বঙ্গের জন্য এলো সুখবর

সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। জানাগেছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। তবে আবহাওয়া দফতর আজ জানিয়েছে যে দক্ষিণ বঙ্গে এ বছর বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭ শতাংশ। ১ জুন থেকে ১ অগাস্ট পর্যন্ত দ্দেখা গেছে বৃষ্টির এই ঘাটতি।

আগামী কয়েকদিনেও নেয়া ঈগাহটি পূরণ হবার সম্ভাবনা। অপরদিকে উত্তরবঙ্গে ৪ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।

Back to top button