দেশ

গরুকে আমরা মা হিসেবে পূজা করি: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গরু অনেক মানুষের কাছে মা সমতুল্য এবং পবিত্র। যারা এটিকে ‘পাপ’ বলে মনে করে তারা বুঝতে পারে না যে, কোটি কোটি মানুষের জীবিকা গবাদি পশুর উপর নির্ভর করে।

বৃহস্পতিবার  উত্তর প্রদেশের বারানসিতে দুই হাজার ৯৫ কোটি রুপির ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি।

বিরোধী দলগুলোকে কটাক্ষ করে মোদি বলেন, যারা গরু-মহিষ নিয়ে রসিকতা করে তারা ভুলে যায় যে কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে গবাদি পশুর ওপর। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের দুগ্ধ খাতকে শক্তিশালী করাই আমাদের সরকারের শীর্ষ অগ্রাধিকার। গরু এবং গোবর্ধন নিয়ে কথা বলাকে কিছু মানুষ অপরাধ বানিয়ে ফেলেছে। কিছু মানুষের জন্য গরু অপরাধ হতে পারে। কিন্তু আমাদের কাছে গরু মায়ের মতো পূজনীয়।’

মোদি বলেন, ‘যারা গরু-মহিষ নিয়ে ঠাট্টা করেন, তারা ভুলে যান—দেশের আট কোটি পরিবারের জীবিকা এমন গবাদিপশু দিয়েই চলে।’

Back to top button