ইউক্রেন ফেরা পড়ুয়ারা পাবে ইনটার্নশিপ করার সুযোগ, জারি এই বিশেষ বিজ্ঞপ্তি
বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। আর ঠিক এইরকম পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছে হাজার হাজার পড়ুয়ারা। তবে ইতিমধ্যে অনেকেই দেশে ফিরিয়ে নিয়ে আসাও হয়েছে। তবে তাদের ভবিৎষত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর ঠিক এরই মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) তরফ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে সময়ে সংকটের কারণে যাঁরা ইউক্রেন থেকে দেশে ফিরেছে, তাঁরাই ১২ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করার অনুমতি পাবে।
ইতিমধ্যে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা দেশে ফিরে এসেছেন। কিন্তু তাঁদের কোর্স শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের নিময় শিথিলেরে আপাতত কোনও পরিকল্পনা নেই, যাতে এইসব ছাত্রছাত্রীরা তাঁদের কোর্সের বাকি সময়টা দেশেই শেষ করে এমবিবিএস ডিগ্রি লাভ করতে পারে। কেননা সরকারি সূত্রে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার ক্ষেত্রে দু-বছরে বাড়তি সময় রয়েছে। তাই ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্রছাত্রীদের আপাতত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ইউক্রেন দেশের ডাক্তারি পড়ুয়াদের সংখ্যাটা প্রায় ১৮০০০-এর মতো।
তবে দেশের ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনলাইনের মেডিক্যাল কোর্সগুলিকে অনুমোদন দেয় না। এছাড়াও একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করার ক্ষেত্রে ভর্তির তারিখ থেকে তা ১০ বছরের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী, বিদেশের মেডিক্যাল কলেজ থেকে দেশের মেডিক্যাল কলেজে স্থানান্তরের অনুমতি নেই। এছাড়াও বিধিতে কোর্স, প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ একই বিদেশি প্রতিষ্ঠান থেকে করার কথাও বলা হয়েছে।