মর্মান্তিক! ভারতে ভেঙে পড়লো উঁচু বিল্ডিং, মারা গেলেন ১০ জন

ভারতের মহারাষ্ট্রে ভেঙে পড়লো ৩ তলা বাড়ি। আর সেই বাড়ি ভেঙেই মারা গেলেন ১০ জন। আজ ভোর ৪টার সময় মুম্বাইয়ের কাছে ভিযানডি এলাকাতে ভেঙে পড়ে ওই তিনতলা বাড়ি। জানা গেছে ভেঙে পড়া ওই বাড়ির ধ্বংস স্তূপের নিচে আটক পড়েছেন ২০-২৫ জন।
খবর পেয়েই উদ্ধার কাজের জন্য পৌঁছে গেছে এনডিআরএফ বাহিনী। তারা ভোর থেকেই শুরু করেছে উদ্ধার কাজ। এই প্রসঙ্গে সেই পৌর এলাকার এক প্রতিনিধি জানিয়েছেন ভিয়ান্ডিতে তিন তলা বাড়িটি ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।ওই বারীতিটি ছিল প্রায় ৪০ বছরের পুরনো। আর সেই বাড়িতে বসবাস করতো প্রায় ২০ টি পরিবার।
দমকল ও এনডিআরএফ বাহিনীর ততপরতায় ইতিমধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো আশংকা করা হচ্ছে যে ওই বাড়িতে আটক পড়ে ভিথাকতে পারে ২০-২৫ জনের মত মানুষ। ভোর থেকেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রতিবেশীরাও। আর এরকম বার বার বহুতল বাড়ি ভেঙে পড়ার খবরে আতংকিত এলাকার বাসিন্দারা।







