Ticket-কাটতে লম্বা লাইন? ভারতীয় রেল দফতর করলো বড় ঘোষণা

আমরা সকলেই জানি বিনা টিকিটে যাত্রা করা দন্ডনীয় অপরাধ। কিন্তু অনেক সময় টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে অনেক সময়েই মিস হয়ে যায় আমাদের ট্রেন। আর এবার যাত্রীদের সেই সমস্যা সমাধানে উদ্যাগ নিলো ভারতীয় রেল।
যাত্রদের সুবিধার্তে যেসব স্টেশনে ভিড় বেশি হয় সেইসব স্টেশনে টিকিটের ভেন্ডিং মেশিন বসানো হবে। কাউন্টারে লম্বা লাইন হইলে এবার থেকে যাত্রীদের আর অসুবিধা হবে না। সেই সাথে এই মেশিনের মাধ্যমে আপনি অনালাইনে টিকিট কাটতে পারবেন।
প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তির হাত ধরে বিভিন্নম পরিষেবা যোগ করছে ভারতীয় রেল। আর এরফলে বাড়ছে যাত্রী স্বাচ্ছন্দ। যাতায়াত হচ্ছে খুব সহজ ও আরাম দায়ক। সেই সাথে রেল দফতরের বাড়ছে আর্থিক সংগ্রহের পরিমান। তবে উন্নত প্রযুক্তির ফলে রেল দফতরে বিলুপ্ত হয়েছে কয়েকশ পদে নিয়োগ। সেই সব পদে এখন কাজ করছে আধুনিক প্রযুক্তি তথা অটো মোশন পদ্ধতি। আর এই বিষয়টি তরুণ সমাজরে বাড়িয়ে দিয়েছে চিন্তা।