দেশ

সুইস ব্যাঙ্কে কারা ‘কালো টাকা’ রাখছেন, সেই তথ্য পেয়ে গেলো কেন্দ্র

সুইস ব্যাঙ্কে কারা টাকা রাখছেন ? এবং সরকারের কর ফাঁকি দিয়ে সেখানে কত টাকা জমিয়েছেন ওখানে ? সেই সংক্রান্ত দ্বিতীয় দফার তথ্য দিলো সুইজারল্যান্ডের ব্যাংকটি। শুক্রবার দ্বিতীয় দফার এই তথ্য পৌঁছেছে কেন্দ্র সরকারের হাতে। তবে সেই তালিকায় কতজনের নাম রয়েছে, সে প্রসঙ্গে কোনও তথ্য দেয়নি কেন্দ্র সরকার। বিশ্বের ৮৬টি দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সেই দেশের সরকারকে জানায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে ভারতও। দিল সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের নীতি মেনে এবছর ৩১ লক্ষ অ্যাকাউন্টের তথ্য তাঁরা সামনে এনেছে।

গত একবছরে ওই ব্যাংকটি মোদী সরকারকে ১০০-রও বেশি ব্যক্তি ও সংস্থার নাম পাঠিয়েছে। সেই তথ্যকে হাতিয়ার করে কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা। ওয়াকিমহল মনে করছে, আরও নতুন তথ্য হাতে এলে সেই লড়াই আরও জোরদার হবে। কিন্তু সুইস ব্যাঙ্ক থেকে পাওয়া তথ্য নিয়ে চুপ করে রয়েছে কেন্দ্র।

২০১৪ সালে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার আগে কালো টাকার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই কথা মতো সুইস ব্যাঙ্ক থেকে তথ্য আনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নিয়মিত তথ্য এসেই চলেছে। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ সরকার এখনও পর্যন্ত কালো টাকা উদ্ধার করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেননি।

Back to top button