দেশ

RUSHvsUKR: রাশিয়া-ইউক্রেন সংঘাতে গোলাবর্ষণে নিহত ভারতীয় ছাত্র

বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়ঙ্কর সংঘর্ষ। আর এরই মধ্যে ইউক্রেনের খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত ভারতীয় মেডিক্যাল পড়ুয়া। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গেল। নিহত ছাত্রের বাড়ি কর্নাটকের চালাগেরিতে হলেও তাঁর পরিবার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে। মৃতের নাম শেখরাপ্পা জ্ঞানগৌড়া ওরফে নবীন। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কর্নাটকের ওই ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরেই সামরিক বিশেষজ্ঞরা নতুন করে হামলার আশঙ্কা করছিলেন। ভারতীয় দূতাবাস অ্যাডভাইজারি জারি করে অবিলম্বে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। সূত্রের খবর, প্রায় আট হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার তোড়জোড়ের মধ্যেই মঙ্গলবার সকালে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান কর্নাটকের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন বছর একুশের ওই ভারতীয় ছাত্র। খারকিভ গভর্নর হাউসের কাছেই একটি সুপার মার্কেটে গিয়েছিলেন। মার্কেটের বাইরে আরও কয়েক জন ছাত্রের সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন শেখরাপ্পা। ঠিক তখনই রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে খারকিভে। রাশিয়ার নিশানায় ছিল, গভর্নর হাউস। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই রুশ ক্ষেপণাস্ত্রেই ভারতীয় ছাত্র-সহ একাধিক জন নিহত হয়েছেন।

Back to top button