দেশ

OMG! ষাঁড় লড়াই উৎসবে পোষ্য ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারালেন মালিক, শোকের ছায়া এলাকায়

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিখ্যাত ষাঁড়ের লড়াই উৎসব ‘জাল্লিকাট্টু’তে প্রাণ গেছে এক জনের। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাজ্যটির মাদুরাই জেলার সুরিয়ুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ষাঁড়কে খেলার ময়দানের দিকে নেবার সময় সেটি অতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চারপাশে থাকা লোকজনকে আহত করে। এ গুরুতর আহত হওয়া ষাঁড়টির মালিক ২৯ বছর বয়সী যুবক মিনাচি সুন্দারামকে মহাত্মা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে প্রতি বছরের মতো চলছে ঐতিহ্যবাহী খেলাটি। মূলত নবান্ন উৎসব পোঙ্গালকে কেন্দ্র করে হয় বেশ জনপ্রিয় এ আয়োজনটি। উৎসবে যোগ দিতে তামিলনাড়ুতে ভিড় জমিয়েছে লাখো মানুষ।

এ বছরের ষাঁড় লড়াই উৎসবে মোট ৪০০টি ষাঁড়ের অংশ নেয়ার কথা থাকলেও কোভিড বিধি নিষেধের কারণে ৩০০টি ষাঁড় অংশ নিচ্ছে।

২০১৪ সালে নিষ্ঠুরতা হিসেবে ব্যাখ্যা দিয়ে জাল্লিকাট্টু উৎসবকে বন্ধের নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত। তবে শত বছরের ঐতিহ্যবাহী খেলা হিসেবে এর বৈধতা দিয়ে আইন পাস করে তামিলনাড়ু সরকার।

Back to top button