দেশ

৮৮তম বায়ুসেনার দিবসে নিজের শক্তি দেখিয়ে শত্রুপক্ষকে সতর্ক করলো ভারত, দেখেনিন সেই ভিডিও

আজ ৮ই অক্টবর বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার ৮৮তম বার্ষিকী। আর এই ৮৮তম বার্ষিকী উপলক্কে হিনন এয়ারবেসে বিমানবাহিনীর প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। এরপরই সুখোই, এলসিএ তেজাস, জাগুয়ার, রাফায়েলের মতো যুদ্ধবিমাকানগুলি একহে উঠে ভারতের শক্তি প্রদর্শন করলো।

সেই অনুষ্ঠানে উপস্থিত বিমান বাহিনী প্রধান কেএস ভাদোরিয়া বলেন, ‘আমি জাতিকে এই আশ্বাস দিতে চাই যে ভারতীয় বিমানবাহিনী বিকাশ করবে এবং দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় সব পরিস্থিতিতে সব সময় প্রস্তুত থাকবে।’

এছাড়াও বিমান বাহিনীর যে সব কর্মী এবছর দেশ সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছে এদিন তাদেরকেও সম্মানিত করা হলো। এর পাশাপাশি সম্মানিত করা হলো বালাকোট বিমান হামলার জওয়ানদেরও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের যদি আদিত্যনাথ বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টের ভারতীয় বিমান বাহিনীকে ৮৮তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘প্রতিরক্ষা সহযোগিতা হলো মার্কিন-ভারত সম্পর্কের মূল ভিত্তি, কারণ আমরা একটি স্বাধীন, উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সুরক্ষিত করবার জন্য একসাথে কাজ করি। নাভা স্প্রিশপন দীপ্তম।’

Back to top button