‘দিল্লিতে সংঘর্ষ’ বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার

এক সরকারি আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বুধবার জানিয়েছেন দিল্লিতে সংঘর্ষে নিহতদের ২ লক্ষ টাকা দেবে দিল্লি সরকার। এছাড়াও গুরুতরভাবে যারা আহত হয়েছেন সেই পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা করবেন লে জানানো হয়েছে। দিল্লির উত্তর-পূর্ব এলাকায় এখনো চলছেই মৃত্যু। সেই উত্তেজিত এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এখনো পর্যন্ত মৃত্যের সংখ্যা- ২৭। রাতে জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জখম ২০০-এর বেশি মানুষ। এদের মধ্যে আঘাত গুরুতর আঘাত পেয়েছেন বহু মানুষ।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির উত্তর- পূর্বাঞ্চল ঘুরে দেখেন।তবে এক শীর্ষ আধিকারিক নিজের নাম প্রকাশ না করে জানিয়েছেন, হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে। আর যারা গুরুতর জখম পেয়েছেন তাদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করবে দিল্লি দরকার।
তিনি আরও বেশ কিছু কথা জানান, ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরকারের আলাপ হয়েছে আলাপ হয়েছে। আর্থিক সহায়তা সোরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। ইতিমধ্যে নিহত পুলিশ কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকা দেবে বলে ঘোষণা করেছেন কেজরিওয়াল।