দেশ

Google Pay, Paytm, Phonepe ব্যবহার করেন ? তাহলে এই নিউজ আপনার জন্যই

একে করোনা তার উপর সৃষ্টি হচ্ছে একাধিক সমস্যা যার কারণে বিরক্ত হয়ে গেছেন সাধারণ থেকে শুরু করে সকলেই। ঠিক এই দিন সন্ধ্যায় স্মৃতি হলো এক নতুন সমস্যার। এই সমস্যা অন্যান্য সমস্যার তুলনায় পুরোটাই আলাদা যার কারণে ভোগান্ত হচ্ছেন অনেকেই।

আজ, রবিবার সন্ধ্যা থেকেই হটাৎ করে কাজ করা বন্ধ করে দেয় অনলাইন লেনদেনকারী অ্যাপগুলো যার তালিকায় রয়েছে ভারতে সব থেকে ব্যবহার হওয়া অ্যাপ Google Pay , Phonepe ,এবং Paytm । যার কারণে সমস্যায় পড়তে বহু ব্যবহার কারীদের। ব্যবহারকারীদের একাংশ যখন এই নিয়ে অভিযোগ করেন তখন সামনে চলে আসে পুরো কথা। ব্যবহারকারীদের একাংশর অভিযোগ, ইউপিআই ( UPI ) সার্ভার ডাউন দেখাচ্ছে। টাকা লেনদেন কিছুতেই হচ্ছে না।

তবে কি কারণে এমনটা হয়েছে সেটা এখনও জানতে পারা যায়নি এবং সেই সংস্থার থেকেও কিছু জানানো হয়নি। তাই বিস্তারিত জানতে ফলো করুন আমাদের।

Back to top button