গালওয়ানে উড়ছে চিনের পতাকা, মোদীর কাছে জবাব চাইলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিলো গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা। আর সেই ভিডিও সম্পর্কেই কংগ্রেসনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে তোপ দেগে প্রধানমন্ত্রীর কাছে জবাব দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্টি আক্রমণ বানিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
গালওয়ান উপত্যকায় উড়ছে চিনের পতাকা আর তাই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠছে তবে কি ভারতের মাটিতে পা রেখেছে চীন সেনা? গতকাল কংগ্রেস নেতা সেই প্রসঙ্গে মোদিকে নিশানা করে বলেছেন “চুপ করে রয়েছেন কেন প্রধানমন্ত্রী মোদী। কেন চীনকে উপযুক্ত জবাব দিচ্ছে না ভারত। তার জবাব দিতে হবে তাকে। গালওয়ান উপত্যকার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে।”
তবে ভারতীয় যেন দাবি করে জানিয়েছে যে ভাইরাল ওই ভিডিওটি সত্য নয়। এখনো ভারতের মাটিতে পা রাখতে পারেনি চীনের ফৌজ। ভারতীয় সীমান্ত অত্যন্ত কড়া ভাবে পাহারা দিচ্ছে ভারতীয় সেনা।
প্রসঙ্গত, উল্লেখনীয় ২০২০ সালে এই গালওয়ান উপত্যকাতেই চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় জওয়ান শাহিদ হন ২০ জন ভারতীয় সৈনিক। সেই সংঘর্ষে মারা যায় চীনের ৪ ফৌজ। আর তারপর থেকেও লাদাখ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। ভারতীয় সেনাও লাদাখ সীমান্ত সুরক্ষিত করার জন্য তাদের শক্তি বাড়িয়ে নিয়েছে।